নড়াইল জেলার লোহাগড়া উপজেলাধীন ছায়া সুনীবিড় শান্তীর নীড় প্রকৃতির অপরূপা কন্যা দিঘলিয়া গ্রামে লক্ষ্মীপাশা-মহাজন পাকা সড়ক সংলগ্ন অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। প্রধান ভূমিকায় ছিলেন সর্বজন শ্রদ্ধেয় প্রিয় ব্যক্তিত্ব মরহুম জনাব মোঃ বাবন মল্লিক মহোদয়। বিশেষ ভূমিকায় ছিলেন-মরহুম জনাব মোঃ নওশের আলী মোল্যা, মরহুম এম,এ সালাম, মরহুম এম,এ রশীদ, মরহুম মোঃ চাঁদ বিশ্বাস, মৃত বিভূতি ভূষন দাস, মরহুম আব্দুর রশিদ কাজী, মরহুম সৈয়দ মোদাচ্ছের আলী (ধলুমীর) প্রমূখ শিক্ষানুরাগী সমাজসেবক ব্যক্তিবর্গ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস