নড়াইল জেলার লোহাগড়া উপজেলাধীর ০৮ নং দিঘলিয়া ইউনিয়নের উপর দিয়ে বয়েগেছে নবগঙ্গা নদী। নদীটি ইউনিয়নের উত্তবে মল্লিকপুির ইউনিয় থেকে নেমে এসে দক্ষিনে কোটাকোল ইউনিয়নের ভিতর দিয়ে মধুমতি নদীতে মিলন হয়েছে। এই নদীর একসময় যৌবন ছিলো ছিলো তার গর্জন। এখন নদী ভরাট হয়ে এখন আছে তাহার কংকল দেহ। দিঘলিয়া ইউনিয়নের বৃহত্তম বাজার নবগঙ্গা নদীর পাড়ে অবস্থিত। এক সময় নদীতে চলত বড়বড় নঞ্চ, স্টিমার ও জাহাজ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস