৮নং দিঘলিয়া ইউনিয়ন নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় অন্তর্গত একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। ইউনিয়নের উত্তরে মল্লিকপুর ইউনিয়ন, দক্ষিনে মাউলী ইউনিয়ন, পশ্চিমে বয়রা ইউনিয়ন এবং পূর্বে কোটাকোল ইউনিয়ন অবস্থিত। এর গ্রাম সংখ্যা ১৯ টি, মোট জনসংখ্যা ২৭৪৪৪ জন পুরুষ ১৩৮৪৭ জন মহিলা ১৩৫৯৭ জন। মোট পাকা রাস্তা ২১ কিঃমিঃ। মোট কাচা রাস্তা ১৩ কিঃমিঃ। মসজিদ-৫৫ টি, ঈদগাহ ময়দান- ১৪, কবর স্থান - ৮, মন্দির-২২ টি, শ্মশান-৫টি, আশ্রম- ২ টি, কলেজ-১টি, মাধ্যমিক বিদ্যালয়-৩টি প্রাথমিক বিদ্যালয়-১৩টি |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস